District Health Information Software 2 (DHIS2) is an open source, web-based health management information system (HMIS) platform developed by the University of Oslo, Norway. Today, DHIS2 is the world's largest HMIS platform, in use by 67 low and middle-income countries. 2.30 billion people live in countries where DHIS2 is used. Many times it seems very difficult to install DHIS2 on a Windows local machine to the non-tech professionals. No worries! You've come to the right place. Follow the total step by step guideline.
এখন আমি আপনাকে ১০০ গ্রাহক নিয়ে ব্যবসা শুরু করার সম্পূর্ণ আদর্শ লগ্নি পরিকল্পনা জানাবো যা বর্তমান বাজার যাচাইকৃত এবং আদর্শ কর্পোরেট প্রতিষ্ঠান সৃষ্টির যথাযথ বিনিয়োগের সঠিক রেখাচিত্র। ১০০ গ্রাহক নিয়ে লগ্নি উপাত্ত দিলে সুবিধা হবে আপনার ব্যবসার গ্রাহক বেশি থাকলে আপনি এই উপাত্তের উপর ভিত্তি করে যেকোনো সংখ্যক গ্রাহকের জন্য সঠিকভাবে যথাযত বিনিয়োগের হিসাব করতে পারবেন। তাছাড়া বিনিয়োগের যোক্তিক খাত সমূহ এবং আনুমানিক বিনিয়োগের পরিমান সম্পর্কে সুস্পষ্ট বাজার যাচাইকৃত ধারণা পাবেন যাতে আপনি আপনার এই ব্যবসাকে কর্পোরেট প্রতিষ্ঠানে রূপ দিতে পারেন। সবমিলিয়ে এই তথ্য ভান্ডার আপনার ব্যবসার অন্যতম সহায়িকা স্বরূপ কাজে লাগবে। যাহোক ১০০ জন গ্রাহকের আদর্শ লগ্নি পরিকল্পনা নিম্নরূপ:
সাধারণত আমরা জমিজমা, ঘরবাড়ি, ভোগ্যপণ্য, সেবা বা ব্যবসা-বাণিজ্যে অর্থ ব্যয় করাকে বিনিয়োগ বলে মনে করি। যেহেতু এ বিনিয়োগ প্রকৃত উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে না। সেহেতু অর্থনীতিতে এ ধরনের ব্যয়কে বিনিয়োগ নামে অভিহিত করা হয় না। কেননা এটা সম্পদের স্থানান্তর ছাড়া আর কিছুই না। অর্থাৎ একজনের সম্পদ অন্য জনের কাছে স্থানান্তর মাত্র। আসলে এগুলো হলো দৈনন্দিন জীবনের চলার পথের আনুষঙ্গিক ব্যয় বা অর্থনীতির পরিভাষায় প্রত্যক্ষ ব্যয়।
আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) এমন একটি সংস্থা যা ব্যক্তি ও অন্যান্য সংস্থাগুলি ইন্টারনেট এবং অন্যান্য সম্পর্কিত পরিষেবাদি যেমন ওয়েব সাইট বিল্ডিং এবং ভার্চুয়াল হোস্টিং অ্যাক্সেস প্রদান করে। ইন্টারনেটের ভৌগলিক পরিসেবা প্রদানের জন্য আইএসপি প্রতিষ্ঠানের এর অনেক যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় টেলিকমিউনিকেশন লাইন এক্সেস আছে। ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হতে হলে অবশ্যই আপনাকে কোনো না কোনো আইএসপির সঙ্গে সংযুক্ত হতে হবে। পৃথিবীর যে কোনো দেশেই হোকনা কেন ইন্টারনেট সংযোগের পাওয়ার জন্য অবশ্যই একটি আইএসপি থাকতে হবে। কেবল সংযোগের ক্ষেত্রে আইএসপির একটি রাউটারের মাধ্যমে সংযোগ প্রদান করে।
আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। আজকের সভ্যতার এই বিশাল ইমারত, বিমান, রকেট, রোবট ইত্যাদি ইত্যাদি সবই মানুষের যুগ যুগান্তরের স্বপ্ন ও সাধনার ফসল। মানুষ সভ্যতার বেদীমূলে দিয়েছে মস্তিষ্কের বুদ্ধি, ইন্দ্রিয়ের অনুভূতি এবং হৃদয়ের ভালোবাসা। বিজ্ঞান সে সভ্যতাকে করেছে গতিশীল, অগ্রসর ও আধুনিক। বিজ্ঞানের আশীর্বাদে পুরো বিশ্ব আজ মানুষের হাতের মুঠোয়। বর্তমানে উন্নত দেশগুলোর বেশিরভাগ প্রতিষ্ঠান ডিজিটাল প্রযুক্তির ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। দেশেও এর দ্রুত অগ্রগতি ঘটছে। কারন আমাদের দেশে সরকারি, আধাসরকারী, বেসরকারীসহ সকল প্রতিষ্ঠান ডিজিটাল প্রযুক্তির দিকে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ইন্টারনেটের কল্যাণে মোবাইল ফোনের মাধ্যমে খবর পৌঁছে যাচ্ছে মানুষের হাতে।